বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহা. রেজাউল করিম বলেছেন, সারা দেশে আকস্মিক শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েকদিন শীতের তীব্র কমলেও আবারও বাড়তে শুরু করেছে। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় জামায়াতে ইসলামী দায়িত্বশীল সংগঠন হিসেবে শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে। তিনি শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে আশার জন্য সরকার, সকল রাজনৈতিক দল, দাতা সংস্থাসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আশার আহবান জানান।
শুক্রবার লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের উত্তর জয়পুর ইউনিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, উপজেলা জামায়াতের আমীর মোস্তফা মোল্লা, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল হাই, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি শাহ আলম, ছাত্র শিবিরের সভাপতি সভাপতি সাইফুল ইসলাম, সাবেক ছাত্র নেতা আবদুল বাতেন ও হাফেজ নেছার আহমেদ প্রমূখ।
রেজাউল করিম বলেন, সারাদেশেই প্রচণ্ড শীতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন জেলায় সার্বিক তাপমাত্রা বিপদসীমা অতিক্রম করেছে। অনেক এলাকায় আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় সার্বিক পরিস্থিতির অবনতি ঘটেছে। এর মধ্যে সারাদেশে হালকা বৃষ্টিপাতও শুরু হয়েছে। ফলে দেশের দরিদ্র জনগণ ও শ্রমজীবি মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন। প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার কারণে একদিকে শীত বাড়ছে, অন্যদিকে শীতবস্ত্র না থাকায় দরিদ্র লোকদের মধ্যে ঠাণ্ডাজনিত কারণে বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা দেখা দিয়েছে। এমতাবস্থায় শীত নিবারণের জন্য দরিদ্র লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা জরুরি হয়ে পড়েছে। তিনি শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে সামর্থ্য অনুযায়ী সকল পেশা ও শ্রেণির মানুষকে এগিয়ে আশার আহবান জানান।
সুত্রঃ নয়া দিগন্ত
Discussion about this post