
নিজের ব্যবহারের জন্য ঘোষণা দিয়ে শুল্কমুক্ত গাড়ি আমদানি করে পরে তা বিক্রি করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।অভিযোগে বলা হয়, শুল্কমুক্ত গাড়ি ক্রয় করে তা বিক্রির মাধ্যমে অর্থ আত্মসাত করেন তিনি।রায়ে পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
Discussion about this post