নিয়োগ বিজ্ঞপ্তি
দেশের সকল জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘দৈনিক ভু–বার্তা পত্রিকায়’ সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ চলছে।
‘দৈনিক ভু–বার্তা পত্রিকার’ অনলাইন সংস্করণ ইতি মধ্যে পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘দৈনিক ভু–বার্তা পত্রিকার‘ নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ ।
পদের নামঃ
সংবাদ প্রতিনিধি (সাংবাদিক)
কর্মস্থলঃ
সারা বাংলাদেশ (প্রতিটি জেলা, উপজেলা, থানা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে)
যোগ্যতাঃ
আবেদনকারীকে যেকোনো বিষয় থেকে সর্বনিন্ম স্নাতক পাস বা সাধারন ডিগ্রী পাশ অথবা চলমান প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সাংবাদিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করার নিয়মঃ
- ছবিসহ আপনার নিজের ইমেইল থেকে অনলাইনে সিভি / জীবন বৃত্তান্ত পাঠাতে হবে। সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে ই-মেইল থেকে সিভি পাঠাবেন, পত্রিকা থেকে সেই ই-মেইলেই রিপ্লাই দেয়া হবে।
(Email: career@bhubarta.com) - সিভি এর সাথে Attachment হিসাবে আপনার সদ্য তোলা ছবি, ন্যাশনাল আইডি কার্ড (স্মার্ট আইডি কার্ড), সার্টিফিকেট / মার্কসিট অথবা স্নাতক পাস বা সাধারন ডিগ্রী চলমান থাকলে তার Admit Card / Registration Card প্রমাণ স্বরূপ দিতে হবে।
- যে এলাকায় আপনি অবস্থান করবেন সেই এলাকার জন্য আবেদন করবেন।
- পরিশ্রমী, মেধাবী, আগ্রহী এবং অভিজ্ঞ/নতুনদের অগ্রাধিকার দেয়া হবে।
- নিউজের পাশাপাশি প্রতিনিধিদের পত্রিকার আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে।
- প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগপ্রাপ্ত জেলা/উপজেলা/ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়মিত সম্মানী বাবদ প্রতিনিধিদের নিজের পাঠানো বিজ্ঞাপনের আয়ের ৫০% মাসিক বেতন আকারে দেয়া হবে। এছাড়া ও আরও কিছু অতিরিক্ত আয়ের সুযোগ থাকবে যা আপনাদের কমিশন হিসাবে দেয়া হবে (বিস্তারিত আলোচনা সাপেক্ষে)
- নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।
- অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।
- নিউজের ছবি অথবা নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে।
- চূড়ান্ত নিয়োগের পর আইডি কার্ড প্রদান করা হবে।
- প্রতিনিধিদের নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে।
- আবেদন করার ৭২ ঘন্টা বা ৩ দিনের মধ্যে যাচাই-বাচাই করে সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) হিসাবে কাজ করতে পারবে কি না তা নিশ্চিত করা হবে।
[ বিঃদ্রঃ দৈনিক ভু–বার্তা পত্রিকা কোন গ্রুপ কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থ দ্বারা পরিচালিত নয়। নিজস্ব আয়ে পত্রিকা পরিচালিত হয়। দৈনিক ভু–বার্তা পত্রিকাকে নিজের পত্রিকা ভাবতে পারলেই আবেদন করবেন। বিস্তাতির জানতে পত্রিকা ভিজিট করুন। www.bhubarta.com ]
- নিয়মিত সবশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সঙ্গে থাকুন :
https://www.facebook.com/BhuBarta
BhuBarta Media Limited
House: KA-200/GA-63/6, Khilkhet, Dhaka, Bangladesh 1229
Phone: +8801731939594
Email: info@bhubarta.com
Send CV: career@bhubarta.com
Website: www.bhubarta.com
Facebook Page: www.facebook.com/BhuBarta

Discussion about this post