দেশের ক্রিকেটে নবীন প্রতিভাবানদের মধ্যে অন্যতম নাজমুল হোসেন শান্ত। কিন্তু কোনোভাবেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। ৫০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে মোটে একটি ফিফটি। সেটিও সেই অভিষেক ম্যাচে! হতাশায় মুষড়ে পড়েছিলেন শান্ত। চলতি বঙ্গবন্ধু বিপিএলেও তার ব্যাট যেন ঘুমিয়েছিল। সেই শান্তই কিনা মুশফিক-মুমিনুলদের পেছনে ফেলে দেশি ক্রিকেটার হিসেবে আসরের প্রথম সেঞ্চুরি করে ফেললেন! শান্ত প্রায় অবিশ্বাস্য এই ইনিংসের সব কৃতিত্ব দিয়েছেন খালেদ মাহমুদ সুজনকে।
বিপিএলে এবার নিজের প্রথম আট ম্যাচ মিলিয়ে ১১৫ রান করতে পেরেছিলেন শান্ত। অথচ শনিবার এক ইনিংসেই করলেন ৫৭ বলে ৮ চার ৭ ছক্কায় ১১৫! ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘সত্যি বলতে আমি অনেক হতাশ ছিলাম। অস্বীকার করার কিছু নেই। এই একটা ফরম্যাটে হতাশ হয়ে যাচ্ছিলাম, লুকানোর কিছু নেই। তবে শেষ দুই মাসের কথা যদি বলি, একজনের কথা না বললেই নয়। তিনি হলেন খালেদ মাহমুদ সুজন স্যার। আরেকজন সোহেল স্যার। এই দুজন সবসময় বিশ্বাস রেখেছেন আমার ওপর।
Discussion about this post