পাকিস্তানের বিপক্ষে এডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে অপরাজিত ৩৩৫* রান করেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। এই ইনিংস খেলেই তিনি টেস্ট ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ শীর্ষ ১০ স্কোরারের তালিকায় নাম লিখিয়েছেন। তবে বেশিরভাগ মানুষই বলছেন, অধিনায়ক টিম পেইন ইনিংস ঘোষণা না করলে হয়তো ব্রায়ান লারার চারশ রান টপকে যেতেন ওয়ার্নার। তবে যেটা হয়নি সেটা ভেবে লাভ নেই। দেখে নেওয়া যাক টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ স্কোরারদের তালিকা :
৪০০*- ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ) বনাম ইংল্যান্ড, সেন্ট জনস, ২০০৪
৩৮০- ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া) বনাম জিম্বাবুয়ে, পার্থ, ২০০৩
৩৭৫- ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ) বনাম ইংল্যান্ড, সেন্ট জনস, ১৯৯৪
৩৭৪- মাহেলা জয়াবর্ধেনে (শ্রীলঙ্কা) বনাম দক্ষিণ আফ্রিকা, কলম্বো, ২০০৬
৩৬৫*- গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ) বনাম পাকিস্তান, কিংস্টন, ১৯৫৮
৩৬৪ – লেন হুটন (ইংল্যান্ড) বনাম অস্ট্রেলিয়া, ওভাল, ১৯৩৮
৩৪০ – সনাত জয়সুরিয়া (শ্রীলঙ্কা) বনাম ভারত, কলম্বো ১৯৯৭
৩৩৭ – হানিফ মোহাম্মদ (পাকিস্তান) বনাম ওয়েস্ট ইন্ডিজ, ব্রিজ টাউন, ১৯৫৮
৩৩৬ – ওয়ালি হ্যামন্ড (ইংল্যান্ড) বনাম নিউজিল্যান্ড, অকল্যান্ড, ১৯৩৩
৩৩৫*- ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) বনাম পাকিস্তান, এডিলেড, ২০১৯
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post