১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। গতকাল শনিবার তাদেরকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন, ‘৪৯ বছর আগে যা হারিয়েছি, তা কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। শ্রদ্ধাভরে স্মরণ করছি ১৪ ডিসেম্বরে প্রাণ হারানো শহীদ বুদ্ধিজীবীদের। সামনে এগিয়ে যাওয়ার শক্তি আর সাহসটা পাই আপনাদের কাছ থেকেই।’
উল্লেখ্য, ওই ঘটনার দুই দিন পর ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। সেই স্বাধীনতার ৪৯ বছর পেরল বাংলাদেশ।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post