সাতক্ষীরায় বিদেশি পিস্তল ও ১৬৭ বোতল ফেনসিডিলসহ ২ কিশোরকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটক কিশোররা কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রবিবার রাত ৮টার দিকে শহরের মুনজিতপুরের একটি নির্মাণাধীন বাড়ির পাশ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মুনজিতপুরের জহুরুল ইসলামের ছেলে পিচ্চি রাসেল ও মাছখোলার গোলাম মোস্তফার ছেলে মোস্তাফিজুর রহমান বাবু।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুনজিতপুরে অভিযান চালানো হয়। এ সময় একটি নির্মাণাধীন বাড়ির পাশ থেকে পিচ্চি রাসেল ও মোস্তফিজুর রহমানকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক একটি বিদেশি পিস্তল ও ১৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post