বড়দিনে সান্তা ক্লজ মানেই শিশুদের মাঝে আনন্দের বন্যা। দারুণ সব উপহার নিয়ে আসবেন মজার সেই বুড়োটা। এবার সেই সান্তা ক্লজের ভূমিকায় দেখা গেল ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। তাকে দেখে শিশুদের আনন্দ আর ধরে না। এই ঘটনার ভিডিও বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে একটি স্পোর্টস চ্যানেল। তার পর সেই ভিডিও দেখা হয়েছে ছয় লক্ষও বারেরও বেশি।
ভিডিওতে দেখা যায়, সান্তার থেকে উপহার পেয়ে খুশিতে জ্বলজ্বল করছিল শিশুদের মুখ। সান্তার উপহার যখন খুলে দেখছে ছোটরা, তখন হোমের এক ব্যক্তি বলেন, ‘স্পাইডারম্যান ও সুপারম্যানের সঙ্গে দেখা করার ছিল। কিন্তু ওরা তো ছুটিতে গেছে। তারপর ওই ব্যক্তি সান্তাকে জিজ্ঞাসা করলেন, সান্তাজি বিরাট এখানে আছে না? তখন সান্তা খুদেদের জিজ্ঞাসা করলেন, তোমরা বিরাট কোহলির সঙ্গে দেখা করবে? সবাই তখন চেঁচিয়ে বলে- হ্যাঁ’।
এর পরই এল আসল চমক। ছোটদের থেকে পিছনে ফিরে নিজের সাজ খুললেন ‘সান্তা’। সাজ খুলে ফেলতেই চিৎকার করে উঠল খুদের দল। কারণ তাদের সামনে তখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি! আনন্দে আত্মহারা খুদের দল ছুটে যায় বিরাটের দিকে, জড়িয়ে ধরে তাকে। ভিডিওটির শুট হয়েছিল নভেম্বরে বারুইপুরের একটি হোমে। ওই হোমের খুদেরা সবাই এইচআইভি আক্রান্ত। বাংলাদেশের বিপক্ষে ইডেন গার্ডেনে ঐতিহাসিক পিংক বল টেস্ট চলাকালীন সময়ে এই ভিডিওটির শ্যুট হয়েছিল।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post