সারা দুনিয়াতেই দুর্নীতি আছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশেও দুর্নীতি আছে। এই দুর্নীতি, মাদক এবং ভেজাল আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আসুন আমরা ভেজালের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।
শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মাদক ‘সুনামির’ মতো সমাজকে গ্রাস করছে উল্লেখ করে সড়ক ও সেতু মন্ত্রী বলেন, আজকে মাদক সুনামির মতো আমাদের সমাজকে গ্রাস করেছে। একইসঙ্গে ভেজাল গ্রাস করছে। সঙ্গে দুর্নীতিও আছে।
বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আগেই তারা হেরে যান এবং নির্বাচন নিয়ে তারা অন্ধকারে ঢিল ছুঁড়ছে। নির্বাচন নিয়ে যারা অন্ধকারে ঢিল ছুঁড়ছে এটা তাদের পুরনো অভ্যাস। নির্বাচনের আগেই তারা হেরে যায়। নির্বাচনের আগেই বলছে নির্বাচন সুষ্ঠু হবে না। এই ধরনের সংশয় থাকা উচিত নয়।
ওবায়দুল কাদের আরো বলেন, ‘আরেকটা সিটি করপোরেশন নির্বাচন সামনে। ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অবাধ, সুষ্ঠু, এক্সেপ্টেবল এবং ক্রেডিবল হবে। ফ্রি এবং ফেয়ার নির্বাচন করতে শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে বলেও জানান তিনি।
অ্যাসোসিয়েশনের সভাপতি ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহাসচিব মো. কামাল শরীফ, মাদারীপুর-৩ আসনের সাংসদ আব্দুস সোবহান গোলাপ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্যরা।
সূত্রঃ মানবকণ্ঠ
Discussion about this post