পিয়াজের মূল্য ঘোড়ার মতোই লাগামহীন। প্রতিনিয়তি বাড়ছে পিয়াজের দাম, ফলে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এরকম অবস্থায় সিলেটে পিয়াজ না খাওয়ার ঘোষণা সম্বলিত পোস্টার হাতে মানববন্ধন করেছেন গৃহিণীরা।
আজ বুধবার বিকালে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজক ছিলেন নগরীর বিভিন্ন এলাকার বেশকিছু নারী। এসময় তারা বিভিন্ন ধরনের লেখা সম্বলিত পোস্টার হাতে নিয়ে পিয়াজের দামের ঊর্ধগতির প্রতিবাদ জানান।
গৃহিণীদের হাতে পোস্টারে লেখা ছিল ‘১০ দিন পিয়াজ খাবো না, পিয়াজ কিনবো না’ ‘পিয়াজ ছাড়া রান্না হয়’ ‘পেঁয়াজ ছাড়া রান্না করুন’ প্রভৃতি। চৌহাট্টা এলাকা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে গৃহিণীদের এই মানববন্ধন ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
Discussion about this post