
সম্প্রতি সৌদি তেল স্থাপনা ও ট্যাংকারে পরপর কয়েকটি হামলা চালানো হয়। সৌদি আরবের সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
এই ঘটনার প্রেক্ষিতে উপসাগরীয় অঞ্চলে চিরবৈরী দেশ দুটির মধ্যে উত্তেজনা বেড়েছে। সৌদি ও ইরানের মধ্যে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। এই প্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তেহরান ও রিয়াদের মধ্যে উত্তেজনা প্রশমনের মিশন হাতে নিয়েছেন। এই মিশনের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে দেখা করেছেন তিনি।
সৌদি সংবাদ সংস্থা জানিয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী নিয়ে ইমরান খান ও বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের মধ্যে আলোচনা হয়েছে। ইমরান খান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও দেখা করেছেন।
তবে ইমরান খানের প্রস্তাবের বিষয়ে কিছু জানানো হয়নি।
Discussion about this post