মাদারীপুরের রাজৈরে ধানের বীজতলায় দেওয়া বিদ্যুতের তাঁরে স্পৃষ্ট হয়ে ইসমাইল মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার নুরপুর গ্রামে। নিহত ইসমাইল মিয়া একই এলাকার আউয়াল মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে।
পারিবারিক, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে ইসমাইল, সাগরসহ কয়েকজন বাড়ির পাশের বিলে মাছ ধরতে যায়। সেখানে একেকজন একেক জায়গায় মাছ ধরছিল। ইসমাইল মাছ ধরার সময় হঠাৎ করে নুরপুর গ্রামেরই কালাম সিকদারের জমির বর্গাদার ফারুক মোল্লার ধানের বীজতলায় দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে যায়। ঘটনাটি বুঝতে পেরে তার সঙ্গী সাগর ইসমাইলকে উদ্ধার করে রাত ১০টার দিকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে ইসমাইলকে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজৈর থানার ওসি মো. শাহজাহান জানান, বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মৃত ইসমাইল নামে এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্তে শেষে বিস্তারিত জানা যাবে।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post