স্বরচিতঃঃ
=======
ফেরদৌস সুলতানা
ঊষালগ্ন থেকে
গোধূলির শেষ অবদি
নিশিতে একাকী
প্রভু তোমারী জয় হোক,
জয় তোমারী।।
নিরজনে প্রভু নিরজনে
ক্ষমিও অপরাধ একাকী মনে
প্রতি শ্বাসে আছো তুমি
বিশ্বাসে অন্তরজামী
জয় হোক প্রভু তোমারী
জয় তোমারী।
তুমি বিনে হীনের ক্ষমা
কে বুঝিবে নিরুপমা
তুমি আছো সর্বে মিশে
তোমাতে বিলাই আমি
প্রভু জয় হোক তোমারী
জয় তোমারী।।
// তুমি দয়াময়//
Discussion about this post