দুই হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এম রাশেদুল হাসান রাশেদকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদ পারমল্লিকপুর গ্রামের নুর ইসলাম মৃধা ও ইকবাল হোসেন মৃধা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজার এলাকা থেকে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
২০১৬ সালে মল্লিকপুর ইউনিয়নের পারমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুর ইসলাম মৃধা ও ইকবল হোসেন মৃধা প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে নিহত হন। এ দুই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় রাশেদুল হাসান ছিলেন এজাহারভুক্ত আসামি।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post