
বরগুনার পাথরঘাটায় হরিণের চামড়াসহ এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। রবিবার রাত ৯টায় সদর উপজেলার বাদুরতলা খালের দক্ষিণপাড় থেকে মো. রফিকুল ইসলাম ওরফে হাবিব নামে এক ব্যক্তির কাছে চামড়াটি পাওয়া যায়। সে চরলাঠিমারা গ্রামের মো. হানিফ হাওলাদারের ছেলে।কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া জানান, গোপন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাতেই চামড়াসহ ধৃত ব্যক্তিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। চামড়ার দৈর্ঘ্য প্রায় তিন ফুট।পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, হরিণের চামড়াসহ তাকে থানায় সোপর্দ করা হবে এবং ২০১২ সালের বন্যপ্রাণি সংরক্ষণ আইনের ৩৪ ধারায় মামলা রুজু করা হবে। মামলার প্রস্তুতি চলছে।
Discussion about this post