রিপোর্টঃ ইমাম বিমান
ঢাকাস্থ হাতিরঝিল এলাকায় প্রতিদিন সহাস্রাধীক লোক পায়ে হেটে শরীর চর্চার কাজটি শারেন। অর্থাৎ সকাল, বিকেল ও সন্ধ্যায় ব্যায়ম করতে আসা সাধারন মানুষ। আর পথচারীদের চলাচলের সুবিধার্থে হাতিরঝিল কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন পথচারীরা। একই সাথে শুধুমাত্র (SOD) রেস্টুরেন্টের কারনেই কি এখানের ওভারপাস ব্রিজটি বন্ধ রয়েছে তাই ওভারপাস ব্রিজের দুই প্রান্ত উম্মুক্ত করে দেয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানান।
হাতিরঝিলে প্রতিদিন হাটতে আসা ওবায়দুল কবির নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার ব্যক্তিগত প্রফাইলে দেয়া ষ্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হলো :-
” হাতিরঝিল কতৃপক্ষের দৃষ্টি আকর্শন করছি।
শুধুমাত্র (SOD) রেস্টুরেন্টের কারনেই কি এখানের ওভারপাস ব্রিজটি বন্ধ?
সেই প্রথম লকডাউনের সময় এই ব্রিজটির দুই প্রান্তে বাঁশ দিয়ে বেরিগেট দেয়া হয়েছিল এবং অদ্যবদি তা বলবত আছে। একে তো রেস্টুরেন্টের লোক দ্বিতীয়ত ওয়াটার টেক্সির যাত্রী তার পর পথচারীদের যাতায়াত সব মিলে একাকার। অর্থাৎ আমারা যারা হাটতে যাই, এই জায়গায় এসে হিমসিম খেতে হয়। সামাজিক দুরত্ব তো দুরের কথা রিতীমত ধাক্কা ধাক্কি করে সামনে এগোতে হয়। তাই পথচারীদের চলাচলের সুবিধার্থে ওভারপাস ব্রিজের দুই প্রান্ত উম্মুক্ত করে দেয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি “।
Discussion about this post