বাংলাদেশ প্রিমিয়ার লিগের ( বিপিএল) বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলের ঢাকা পর্বের দ্বিতীয় পর্ব আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। এর আগে ১১-১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা পর্বের প্রথম পর্ব এবং ২০-২৪ ডিসেম্বর পর্যন্ত চট্রগ্রাম পর্বের খেলা চলে। আর এই দুই পর্বে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন ঢাকা প্লাটুনের অলরাউন্ডার মেহেদী হাসান, পেসার হাসান মাহমুদ, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মেহেদী হাসান রানা, রংপুর রেঞ্জার্সের মোহাম্মদ নাইম শেখ, রাজশাহী রয়্যালসের আফিফ হোসেন ধ্রুবের মতো তরুণ দেশি ক্রিকেটাররা। তাই তাদেরকে জাতীয় দলের ক্যাম্পে আনার পরিকল্পনার কথা জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিশেষ করে তিনজন ক্রিকেটারের নাম উল্লেখ করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, তাদের পরিচর্যার জন্য জাতীয় দলের ক্যাম্পে ডাকা হবে। হাসান-মেহেদীদের পর্যবেক্ষণ করবেন জাতীয় দলের কোচিং স্টাফ।
মেহেদীর প্রশংসায় পঞ্চমুখ পাপন বলেন, ‘এই বিপিএলে আমাদের লক্ষ্য ছিল নতুন ছেলেদেরকে সুযোগ করে দেওয়া। আমাদের মেহেদী হাসান, অফস্পিনার যে, অবশ্য আমি দেখছি ও ব্যাটসম্যানও। ওকে ওপরে ব্যাটিং করতে দেয়ার পরে ভালো করেছে। আমাদের টি-টোয়েন্টিতে এরকম একটা খেলোয়াড় তো সামনে লাগবেই। তবে ধারাবাহিকতাটা ধরে রাখা গুরুত্বপূর্ণ।’
পেসার রানা-হাসানদের নিয়ে বিশেষ পরিকল্পনার কথাও বলেন বিসিবি সভাপতি। তিনি জানান, ‘মেহেদী হাসান রানা খুব ভালো করছে। হাসান মাহমুদও একজন দুর্দান্ত বোলার। শুনেছি বেশ জোরে বল করতে পারে। এই ছেলেগুলো আমাদের চোখে পড়েছে। এরকম ৪/৫জন আমাদের নজরে পড়েছে। কোচ আসার পরে ওদেরকে জাতীয় দলে ক্যাম্পে ডেকে দেখা হবে, রাখা হবে, পরিচর্যা করা হবে।’
এছাড়া জাতীয় দলের ক্রিকেটার তামিম, মুশফিক, আফিফ, লিটনদের ব্যাটে রান দেখেও সন্তুষ্টি প্রকাশ করেন পাপন।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post