যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েকে আবার ব্যবসার অনুমতি দিয়েছেন।
শনিবার চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে এক বৈঠকে বিভিন্ন বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেন ট্রাম্প। যার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আবার ব্যবসার সুযোগ পেল হুয়াওয়ে।
এর আগে মে মাসে ডোনাল্ড ট্রাম্প গুগলসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে হুয়াওয়ের সঙ্গে লেনদেন বন্ধ করতে বলেন।
তবে শনিবার জি-২০ সামিটে অংশ নিতে জাপান আসা যুক্তরাষ্ট্রের এ বিতর্কিত প্রেসিডেন্ট সংবাদ সম্মেলনে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এখন থেকে হুয়াওয়ের কাছে তাদের পণ্য বিক্রি করতে পারবে। আমরা এসব প্রযুক্তি বিষয়ে আলোচনা করেছি, এতে জাতীয় নিরাপত্তায় খুব বড় কোনো ঝুঁকি তৈরির সযোগ নেই’।
তবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করবে এমন কিছু নিয়ে হুয়াওয়ের সঙ্গে ব্যবসায় তিনি সতর্ক করে দেন। এর ফলে গুগল আবার তাদের প্রস্তুতকৃত অ্যান্ড্রয়েড হুয়াওয়ের কাছে বিক্রির অনুমতি পাবে কি না তা পরিস্কার হয়নি।
ট্রাম্প বলেন, আমি বলেছি, ঠিক আছে, আমরা পণ্য বিক্রি করতে থাকব, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোই এসব পণ্য প্রস্তুত করে। তবে বিষয়টি জটিল, তবে আমি তাদের অনুমতি দিয়েছি যাতে মার্কিন প্রতিষ্ঠানগুলেঅ তাদের কাছে আবার পণ্য বিক্রি করতে পারে।
Discussion about this post