শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান। মোহাম্মদ শামির করা প্রথম বলে ৪ মেরে তা ৫ বলে ১২’তে নিয়ে আসলেন নবী। কিন্তু দুর্দান্ত ভারতীয় লাইনআপের সামনে দাঁতে-দাঁত চেপে পুরো ম্যাচ লড়ে যাওয়া নবী দলকে ঠিক জয়ের বন্দরে পৌঁছে দিতে পারলেন না।
রানে-বলে ব্যবধান ঘোচাতে যেই না বড় শট খেলতে গেলেন সেই ধরা পড়লেন লং-অনে থাকা হার্দিক পান্ডিয়ার হাতে। তাতেই কপাল পোড়ে পুরো ম্যাচে ভারতের সঙ্গে সমানে-সমান লড়াই করে যাওয়া আফগানিস্তানের। ১১ রানের জন্য হেরে গেছে তারা।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ২২৪/৮ (কোহলি ৬৭, কেদার যাদব ৫২, রাহুল ৩০, বিজয় শঙ্কর ২৯, ধোনি ২৮; নবী ২/৩৩, নাইব ২/৫১)।
আফগানিস্তান: ৪৯.৫ ওভারে ২১৩/১০ (মোহাম্মদ নবী ৫২, রহমত শাহ ৩৬, গুলবাদিন নাইব ২৭, রহমত শাহ ২১, নজিবুল্লাহ ২১, রশিদ খান ১৪; সামি ৪/৪০)।
ফল: ভারত ১১ রানে জয়ী।
Discussion about this post