মেয়র নির্বাচিত হলে ৩০ বছর মেয়াদী মহাপরিকল্পনার কথা জানালেন ব্যারিস্টার ফজলে নুর তাপস। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ক্ষমতাসীন আওয়ামী লীগর প্রার্থী। তাপস বলেছেন, দায়িত্বগ্রহণের ৯০ দিনের মধ্যে নাগরিকদের জন্য মৌলিক সেবা নিশ্চিত করব।
বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহিদ শফিউর রহমান মিলনায়তনে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তাপস বলেন, ঢাকা দক্ষিণের সবগুলো ওয়ার্ডে পর্যাপ্ত খেলাধুলার সুবিধা নেই। আমাদের তরুণ সমাজ খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। একটা দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে প্রত্যেক ওয়ার্ডে খেলার পরিবেশ ও মাঠ যেন থাকে সে বিষয়ে লক্ষ্য রাখবো।
ঢাকা দক্ষিণ সিটিতে প্রধান দুই দলেই মেয়র প্রার্থী নতুন মুখ। এ প্রসঙ্গে তিনি বলেন, সিটি নির্বাচনে নতুন হলেও ঢাকা ১০ আসনে কয়েক দফায় এমপি ছিলাম। সেখানে অনেক প্রতিকূলতার মাঝে উন্নয়নের কাজ করেছি ঢাকাবাসীর উন্নয়ন ও উন্নত রাজধানী উপহার দেয়ার জন্য কাজ করবেন বলে জানান তিনি।
গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে দলীয় প্রার্থী ঘোষণা করেন। এর আগে এ সিটিতে আওয়ামী লীগের হয়ে মেয়র নির্বাচিত হন মো. সাঈদ খোকন।
সুত্রঃ নয়া দিগন্ত
Discussion about this post