কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কোদালিয়া গ্রামে অভিযান চালিয়ে ৪০০০ পিস ইয়াবাসহ কুমিল্লার অন্যতম শীর্ষ মাদক কারবারি মো. সালেহ আহমেদ ওরফে সবুজ (৩০)-কে আটক করেছে র্যাপিড অ্যকশন ব্যাটালিয়ন ১১ এর একটি বিশেষ আভিযানিক দল। র্যাব ১১, ক্রাইম প্রিভেনশন কম্পানি ২ এর ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম পরিচালিত অভিযানে ওই মাদক কারবারির কাছ থেকে ২টি মোবাইল ফোনসেটও জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারির পিতার নাম মো. জয়নাল আবেদিন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কারবার পরিচালনা করে আসছিল। সে মোবাইল ফোন ব্যবহার করে মাদক কারবারসংক্রান্ত বিষয়ে যোগাযোগ করত বলে স্বীকার করে। এই বিষয়ে আটক আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সূত্র : কালের কণ্ঠ
Discussion about this post