উপপুলিশ কমিশনার পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তাগণ হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেনকে উপপুলিশ কমিশনার প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ, ট্রাফিক-উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার প্রবীর কুমার রায়কে উপপুলিশ কমিশনার অপারেশনস, উপপুলিশ কমিশনার মো. সাইফুল হককে উপপুলিশ কমিশনার ট্রাফিক উত্তর বিভাগ ও উপপুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলামকে উপপুলিশ কমিশনার পিওএম-পশ্চিম বিভাগ হিসেবে বদলি করা হয়েছে।
Discussion about this post