ডেসটিনি ২০০০ লিমিটেডের চার হাজার কোটি টাকার বেশি পাঁচারের মানিলন্ডারিংয়ের এক মামলায় পাঁচ ব্যাংক কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
সাক্ষীরা হলেন, অগ্রনী ব্যাংক প্রধান কর্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আখতারুল আলম, মহাব্যবস্থাপক (অব.) শেখ আব্দুল কাদের, সহকারী ব্যবস্থাপক (অব.) আবু জায়েদ কাদেরী, প্রিন্সিপাল অফিসার (অব) একেএম ইফতেখার হোসেন ও স্টান্ডাড ব্যাংক মানিকগঞ্জ জেলা শাখার এসএভিপি মো. মাহমুদুল হক।
গতকাল সোমবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে আগামী ১ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
মামলাটিতে ডেসটিনির এমডি রফিকুল আমীনসহ ৪৬ জন আসামি থাকলেও আটজন ছাড়া অপর আসামিরা পলাতক। জামিনে রয়েছেন লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ ও মিসেস জেসমিন আক্তার (মিলন)।
Discussion about this post