২০২০ সালের প্রথম দিন বিশ্বজুড়ে আনুমানিক ৩ লাখ ৯২ হাজার ৭৮টি শিশু জন্ম নেবে। এর মধ্যে বাংলাদেশে জন্ম নেবে ৮ হাজার ৯৩টি শিশু।
মঙ্গলবার এক গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের প্রথম দিন বিশ্বজুড়ে আনুমানিক ৩ লাখ ৯২ হাজার ৭৮টি শিশু জন্ম নেবে। যার মধ্যে ২ দশমিক শূন্য ৬ শতাংশ অর্থাৎ ৮ হাজার ৯৩টি শিশু জন্ম নেবে বাংলাদেশে।
সবচেয়ে বেশি শিশুর জন্ম হবে ভারতে। সংস্থাটির ধারণা, ভারতে ১ জানুয়ারি জন্ম নেনে আনুমানিক ৬৭ হাজার ৩৮৫টি শিশু। ভারতের পরেই রয়েছে জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ চীন। দেশটিতে এদিন জন্ম নেবে ৪৬ হাজার ২৯৯টি শিশু।
এছাড়া, নাইজেরিয়ায় ২৬ হাজার ৩৯টি, পাকিস্তানে ১৬ হাজার ৭৮৭টি, ইন্দোনেশিয়ায় ১৩ হাজার ২০টি শিশু, যুক্তরাষ্ট্রে ১০ হাজার ৪৫২টি শিশু।
২০২০ সালের প্রথম শিশুটির জন্ম হতে পারে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজিতে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে হবে শেষ শিশুটির জন্ম। বিশ্বব্যাপী জন্মগ্রহণ করা শিশুদের মধ্যে অর্ধেকেরও বেশি শিশুর জন্ম হবে আটটি দেশে।
Discussion about this post